বৃহস্পতিবার ০২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১৬ অক্টোবর ২০২৪ ১৯ : ১১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: এবার রক্তের গ্রুপ বলে দেবে আপনার স্ট্রোক হওয়ার ঝুঁকি কেমন? এমনটাই উঠে এল গবেষণায়। গবেষণা করা হয় ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে।
গবেষণা করা হয়, ১৭ হাজার রোগীদের ওপর। তাতেই হাতে আসে চমকপ্রদ তথ্য। মানুষের রক্তের গ্রুপ মূলত চারটে। এ, বি, এবি আর ও। এই গ্রুপ রক্তে লোহিতকণিকার উপস্থিতির উপর নির্ভর করে। গবেষণায় দেখা গিয়েছে, এর মধ্যে এ গ্রুপের লোকেদের ৬০ বছরের আগে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। প্রায় ১৬ শতাংশ। তুলনায় অনেক কম থাকে ও গ্রুপের। স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে ১২ শতাংশ। এবি গ্রুপের ১১ শতাংশ।
আমেরিকার ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের (ইউএমএসওএম) গবেষকরা পিয়ার রিভিউ মেডিক্যাল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত গবেষণাপত্রে এই কথা বলেছেন। গবেষক স্টিভেন জে কিটনার জানিয়েছেন, অল্পবয়সি ছেলেমেয়েরা ইদানীং অনেক বেশি হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। এ জন্য বেশিরভাগেরই মৃত্যু হচ্ছে। যাঁরা সেই ধাক্কা সামলে উঠছেন, তাঁদের মধ্যে অনেকের শারীরিক দক্ষতা আগের তুলনায় কমে যাচ্ছে। শরীরে জড়তা আসছে।
রক্তনালি দিয়ে যখন রক্ত মস্তিষ্কের সব জায়গায় সমান ভাবে পড়ে না, তখনই স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে। আবার যখন রক্তনালি ফেটে গিয়ে রক্তপাত হয় কিংবা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী সূক্ষ্ম রক্তনালিতে রক্ত জমাট বেঁধে যায় তখনও হতে পারে স্ট্রোক। কিন্তু কেন এই রোগে অল্প বয়সে আক্রান্ত হয় মানুষ? তাঁর অনুসন্ধান করতে গিয়ে উঠে আসে কোন রক্তের গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকি থাকে আক্রান্ত হওয়ার। সবচেয়ে কম দেখা যায় বি গ্রুপের। ৬০ বছর হওয়ার আগে, এদের স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে মাত্র ১০ শতাংশ।